ব্রাজিলের গম: হাইকোর্টের পর্যবেক্ষণ আপিলে বহাল
ব্রাজিল থেকে আমদানিকৃত গম নিতে কাউকে বাধ্য করা যাবে না এবং যদি কেউ গম ফেরত নিতে চায় তবে খাদ্য অধিদফতরকে ফেরত নিতে হবে-পর্যবেক্ষণ দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
গত জুলাইয়ে আইনজীবী পাভেল মিয়ার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই পর্যবেক্ষণ দেয়। হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে খাদ্য অধিদফতর ও খাদ্য সচিব। আজ শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখা হয়।
বাংলাদেশেরপত্র/এডি/আর