Connecting You with the Truth

ব্রাজিলের নতুন অধিনায়ক নেইমার

s-2
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের নতুন অধিনায়ক হলেন বার্সেলোনার তারকা ফুটবলার নেইমার। শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন বার্সা এ তারকা। ব্রাজিলের দ্বিতীয় বারের মতো দায়িত্ব নেওয়া নতুন কোচ কার্লোস দুঙ্গা এমনটি নিশ্চিত করেছেন। ফেলিপ লুইস স্কলারির যুগের নিয়মিত অধিনায়ক হিসেবে থাকা থিয়েগো সিলভা এ ম্যাচের স্কোয়াডে নেই। তার পরিবর্তে নেইমারকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। আর নতুন কোচ বিশ্বাস করেন, ২২ বছর বয়সী নেইমার এ দায়িত্ব পালন করবেন সঠিক ভাবে। মিয়ামির মান্ডারিয়ান অরিয়েন্টালে এক সংবাদ সম্মেলনে দুঙ্গা বলেন, ‘নেইমারের অধিনায়ক হওয়ার সিদ্ধান্তটি একরকম নিশ্চিত। সে অসাধারণ একজন ফুটবলার। অধিনায়ক হিসেবে বাকি খেলোয়াড়দের সে নেতৃত্ব দিতে ভূমিকা রাখবে।’ দুঙ্গা আরো যোগ করেন, ‘নেইমার দায়িত্ববোধের দিক দিয়ে দারুন। সে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার আগে আমরা তার সঙ্গে কথা বলেছি। আমরা তাকে আমাদের চাওয়া, সুযোগ-সুবিধা সব কিছুই তাকে জানিয়েছি।’ ১৯৯৪ সালের বিশ্বকাপের জয়ী অধিনায়ক ছিলেন দুঙ্গা। ২০১৮ সালের বিশ্বকাপে নিজ দলকে চ্যাম্পিয়ন করার জন্য সব কিছুই করতে প্রস্তুত তিনি।


Comments
Loading...