Connecting You with the Truth

ব্রাজিলে বিমান বিদ্ধস্ত হয়ে  প্রেসিডেন্ট প্রার্থী নিহত

image_94284_0আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী এদোয়ার্দো ক্যাম্পোস এক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সাও পাওলো রাজ্যের বন্দরনগরী সান্তোসের একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্যাম্পোসের নিজ দল ব্রাজিলিয়ান সোস্যালিস্ট পার্টির এক মুখপাত্র বিষয়টি শ্চিত করেছেন। ওই উড়োজাহাজে আরো ১০ জন লোক ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ওই লোকদের মধ্যে ৪ যাত্রী ও ২ পাইলট নিহত হয়েছেন। যে স্থানে এ দুর্ঘটনা ঘটেছে তা সাও পাওলো থেকে অন্তত ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ঘটনার সময় ওই এলাকার আবহাওয়া খারাপ ছিল। সে সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল ও বৃষ্টিপাত হচ্ছিল। এদিকে, এ ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং নিজের সব কর্মসূচি বাতিল করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পুরো ব্রাজিল শোকাচ্ছন্ন। আমরা একজন মহান ব্রাজিলিয়ান, এক মহান কমরেডকে হারিয়েছি। প্রেসিডেন্ট দিলমা রৌসেফ তার প্রতিদ্বন্দ্বী ক্যাম্পোসকে এক মহান ব্রাজিলিয়ন রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করেন। ৪৯ বছর বয়সী ক্যাম্পোসের পক্ষে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য পেরেনামবোকোর ১০ শতাংশ ভোটারের সমর্থন ছিল।

 

Comments
Loading...