Connecting You with the Truth

ব্রাজিলে ৮০ বছরের মধ্যে ভয়াবহ খরা

Daniel_levando_a_água_pra_casa._0045.JPG.662x0_q100_crop-scaleআন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলের অধিকাংশ জনবহুল অঞ্চল ভয়াবহ খরার সম্মুখীন হয়েছে। বৃষ্টির মৌসুমে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে বৃষ্টিপাত হয়েছে আকাঙ্ক্ষিত বৃষ্টিপাতের তিন ভাগের একভাগ মাত্র। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে এক জরুরি সভায় দেশটির পরিবেশ মন্ত্রী ইসাবেলা তেজেইরা বলেন, ১৯৩০ সালের পর ব্রাজিলের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ খরা। সভায় সাও পাওলো, রিও ডি জেনেইরো এবং মিনাস জিরাইসের অধিবাসীদের পানি সংরক্ষণের পরামর্শ দেন তেজেইরা। বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক অভিহিত করে পরিবেশ মন্ত্রী জানান, শিল্প ও কৃষি ব্যবস্থায় এই খরা প্রভাব ফেলতে পারে। যার দরুণ ব্রাজিলের সামগ্রিক অর্থনীতিই একটি বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে। রিও ডি জেনেইরো রাজ্যের পানি সংরক্ষণাগারটি তৈরির পর এই প্রথম বারের মতো পানি সংরক্ষণ নিম্ন সীমায় গিয়ে ঠেকেছে। তীব্র খরায় দেশটির হাইড্রোইলেকট্রিক বাঁধগুলোও অচল হয়ে পড়েছে। এ সঙ্কটাবস্থার জন্য সরকারের দুর্বল পরিকল্পনাকে দায়ী করছেন সমালোচকেরা।

Comments
Loading...