বড় জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ড ও শ্রীলংকার মধ্যকার সাত ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে ১০৮ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড দল। এর আগে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে আমন্ত্রণ জানায় শ্রীলংকা। ব্যাটে নেমেই বিপাকে পড়ে কিউই ব্যাটসম্যানরা। মাত্র ৯৩ রানেই পাঁচটি উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন গ্রান্ট ইলিয়ট এবং লুক রঞ্চি। তাদের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৬০ রানের বিশাল পাহাড় গড়ে তারা। ইলিয়টের ব্যাট থেকে আসে ১০৪ রান এবং লুক রঞ্চি ১৭০ রানের ইনিংস খেলেন। অন্যদিকে লাহিরু থিরিমান্নে এবং নুয়ান কুলাসেকেরা প্রত্যেকে দুইটি করে উইকেট নেন। জবাবে ট্রেন্ট বোল্টের বোলিং তোপে মাত্র ২৫২ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১১৬ রানের ইনিংস খেলেন তিলকারতেœ দিলশান। এদিকে লুক রঞ্চি ও ইলিয়ট যৌথভাবে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। উল্লেখ্য, পাঁচ ম্যাচের তিনটিতে জয়লাভ করে সিরিজে এগিয়ে রয়েছে ম্যাককালাম বাহিনী।