Connecting You with the Truth

বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতেই আত্মহত্যা

Nirosaঅনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোমাধ্যম স্কাইপে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতেই আত্মহত্যা করলেন একটি চ্যানেলের অ্যাঙ্কর। তার নাম নিরোশা। ভারতের তেলুগু সেকেন্দরাবাদ শহরের রেল স্টেশনের কাছেই এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সিন্ধি কলোনির একটি পেয়িং গেস্ট হোস্টেলে ঘরের সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে তিনি আত্নহত্যার পথ বেছে নেন। পুলিশ জানিয়েছে, বুধবার কানাডায় তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে স্কাইপে কথা বলছিলেন তেলুগু টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর নিরোশা।
তার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পেরেছে, কথা বলতে বলতেই শুরু হয়ে যায় কথা কাটাকাটি। ওই সময়েই নিরোশা আত্মহত্যা করবেন বলে হুমকি দেন তাঁর বয়ফ্রেন্ডকে। আর ওই হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গেই স্কাইপের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন নিরোশা।
তাতেই সন্দেহ হয় কানাডায় থাকা নিরোশার বয়ফ্রেন্ডের। তিনি সঙ্গে সঙ্গে নিরোশার হোস্টেলের কাছাকাছি থাকা তাঁর এক বন্ধুকে ফোন করে বলেন, দেরি না করে নিরোশার খোঁজখবর নিতে।
যাতে সে কিছু না করে বসে। কিন্তু নিরোশার বয়ফ্রেন্ড যাঁকে ফোন করেছিলেন, তিনি নিরোশার কাছে পৌঁছতে একটু দেরি করে ফেলেন।হোস্টেলে পৌঁছে নিরোশার রুমে গিয়ে তিনি দেখেন, ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন নিরোশা। ২৩ বছর বয়সের ওই মিউজিক টেলিভিশন অ্যাঙ্কর বহু নিউজ চ্যানেলেও অ্যাঙ্কারিং করেছেন।
রামগোপালপেট থানার পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে নিরোশা আত্নহত্যা করেছেন, তা বোঝা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। দণ্ডবিধির ১৭৪ ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা।

Comments
Loading...