Connecting You with the Truth

ভাংগায় জামাতের ৪৬ নেতা কর্মী আটক

রবিউল ইসলাম, ভাংগা, ফরিদপুর: ফরিদপুরের ভাংগায় সোমবার সকালে গোপন বৈঠক চলাকালে জামায়াতের সাবেক জেলা আমির ও উপজেলা আমিরসহ ৪৬ নেতা কর্মীকে আটক করেছে ভাংগা থানা পুলিশ। সকালে উপজেলার চান্দ্রা ইউনিয়নে সোনাময়ী গ্রামের কয়েল বাড়ীর মসজিদ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাযায় সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক চলাকালে এলাকাবাসী থানায় খবর দিলে সোনাময়ী গ্রামের কয়েল বাড়ীর মসজিদ থেকে ৪ পিচ জিহাদী মওদুদী ও গোলাম আজমের বইসহ জামায়াতের ৪৬ নেতা কর্মীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ভাংগা উপজেলা ভাইচ চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন এবং সাবেক জেলা আমির দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আলী (অঞ্চল সহকারী) উপজেলা সেক্রেটারী এনায়েত হোসেন এবং রোকন উদ্দিন খান সহ বিভিন্ন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।
এদিকে সোনাময়ী গ্রামের রোকন উদ্দিনের পুত্র উপজেলা বি.এন পির তথ্য ও গবেষনা সম্পাদক হাদিউজ্জামান খান রাজু জানায় দেলোয়ার হোসেনের প্রাক্তন ছাত্রদের এবং তার শুভাকাঙ্খীদের নিয়ে ঈদ পুর্নমিলন অনুষ্ঠান করতে ছিল মসজিদের ভিতরে। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ভাংগা থানার ওসি তদন্ত মিরাজ হোসেন জানায় আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।

Comments
Loading...