Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় একই স্থানে সমাবেশ ডাকায় কাজী জাফরউল্লা ও নিক্সন চৌধুরী গ্রুপের মাঝে চরম উত্তেজনা টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধ ১৪৪ ধারা জারী

মোঃরবিউল ইসলাম ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি ঃbhanga-news1
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ হাইস্কুল মাঠে একই স্থানে শুক্রবার বিকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ ও বর্তমান সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন গ্রুপ সমাবেশ ডাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধায় উপজেলা ছাত্রলীগ , যুবলীগ টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা,ফরিদপুর-বরিশাল মহা-সড়কের ভাঙ্গা গোল চত্বরে আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের অনুরোধে গাড়ী চলাচল স্বাভাবিক হয়। এসময় যুবলীগ ছাত্রলীগ ইউএনও এর বিরুদ্ধে বিভিন্ন প্রকার শ্লোগান দিতে থাকে।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফাইজুর রহমান বলেন,মুনসুরাবাদ মাঠে ছাত্রলীগের সমাবেশ ডাকায় মাইকিং শুনে নিক্সন গ্রুপ সমাবেশ ডেকে অস্থিতি শীলতার সৃষ্টি করে।
এদিকে নিক্সন গ্রুপের উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন বলেন,আমরা ভিমেরকান্দা খালের উপর ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে হামিরদী ইউপির সাবেক চেয়াম্যান ও ইউনিয়ন আ”লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, নিক্সন চৌধূরী এমপির হাতে যোগদান উপলক্ষে শুক্রবার বিকালে সমাবেশের তারিখ দেয়া হয়েছে।
সাংসদ নিক্সন চৌধুরীর এর এপিএস মোঃ ফিরোজার রহমান বলেন, আমরা পনের দিন আগেই সমাবেশের অনুমতি নিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব বলেন,দুই গ্রুপের সমাবেশ স্থলে বৃহস্পতিবার সন্ধা থেকে শুক্রবার সন্ধা পর্যন্ত ১৪৪ জারী করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.