Connecting You with the Truth

ভাঙ্গায় এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্

মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় থানা সংলগ্ন কাপুড়িয়া সদরদী গ্রামে এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার সকালে ৪তলা ভবন থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। নিহত শ্রমিক উপজেলর চুমুরদী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত্যু আতিকার শেখের ছেলে এনামুল(২৫)।
স্থানীয়রা জানান,কুয়েত প্রবাসী ফারুক হোসেন নতুন ৪তলা বিশিষ্ট ভবন নির্মানের জন্য কাজ দেন কাপুড়িয়া সদরদী গ্রামের হেড মিস্ত্রি কাদের শেখকে। কাদের শেখ রোজ হিসাবে এলাকার নির্মান শ্রমিক দিয়ে কাজ করান। নিহত এনামুল প্রতিদিনের মত সোমবার সকালে কাজে যোগদান করেন। ভবনের ৩তলার সিন্টারিং করার সময় নিচে পড়ে পেটের ভিতর রড ঢুকে যায়। স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এনামুলকে মৃত্যু ঘোষনা করেন।
স্থানীয়রা চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করে বলেন,ভাঙ্গা হাসপাতালে নেয়া হলে কোন ডাক্তাররা চিকিৎসা না দিয়ে দ্রুত হাসপাতাল থেকে রির্ফাট করেন। অতিরিক্ত রক্তখরণেই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

 

Comments
Loading...