Connecting You with the Truth

ভাঙ্গায় জনতার হাতে ছিনতাইকারী আটক। পুলিশে সোপর্দ।

মোঃ রবিউল ইসলাম , ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি  :IMG_1308

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঈদগা বাজার (ভাঙ্গা বাজার) নামক স্থান থেকে গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে ছিনতাই করা কালীন সময়ে জনতার হাতে আকট হয় বাদল শেখ(৩০) নামে এক যুবক। পরে তাকে পুলিশে সোপার্দ করা হয়।
স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার সোনাখোলা গ্রামের বাসিন্দা ইসমাইল খানের স্ত্রী লামিয়া বেগম (৩০) গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে ভাঙ্গা বাজারে কেনা কাটা করতে আসে । কেনা কাটা করা কালিন বাজারের রাস্তা দিয়ে চলাবস্থায় একটি মোটরসাইকেলর তিন আরহী লামিয়ার কাধে থাকা ভেনিটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় মোরটসাইকেল সহ জনতার হাতে আটক হয় বাদল। স্থানীয়জনতা ভাঙ্গা থানা পুলিশের কাছে মটরসাইকেল সহ বাদলকে সোপর্দকরে। মোরটসাইকেলে থাকা আরো দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়। আটকৃত বাদল রাজৈর থানার চর মোস্তফাপুরের ইসমাইল শেখের পুত্র।

Comments
Loading...