ভাঙ্গায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা।
মোঃ রবিউল ইসলাম ভাংগা,ফরিদপুর প্রতিনিধিঃ
এবারের প্রতিপাদ্য বিষয়-সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন। ৪৫তম জাতীয় সমবায় দিবস -২০১৬ উদ্যাপন উপলক্ষে ভাঙ্গা উপজেলায় র্যালী ও আলোচনা সভা শনিবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিবের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাসড়ক দিয়ে উপজেলার সামনে গিয়ে শেষ হয় । পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা, স্থানীয় সাংসদ প্রতিনিধি এ্যাপোলো নওরোজ, খবির উদ্দিন ও ভাঙ্গা, সদরপুরের সমবায় নেতৃবৃন্দ।