Connecting You with the Truth

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী ও সন্তানকে হত্যার হুমকি

মোঃ রবিউল ইসলাম ,ভাংগা প্রতিনিধি ঃ
ফরিদপুর জেলার ভাংগা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামে প্রবাসী এসকেন মীরের স্ত্রী আকলিমা বেগম (৩৫) ও পুত্র কামরুল মীর (১৭) কে হত্যার হুমকি দিচ্ছে এলাকার কিছু বখাটে যুবক।
আকলিমা বেগম জানান এলাকার কিছু লোকজন আমার কাছে বিভিন্ন সময় টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে আমার সন্তনসহ আমাকে হত্যার হুমকি ও বিভিন্ন ভয়-ভীতি দেখায়। এবিষয়ে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব সাহাবুর বলেন, আকলিমা ও তার ছেলে নীরহ প্রকৃতির লোক, এলাকার একটি কুচক্রমহল তাদের হিংসার বসবতী হয়ে হয়রানীর করার চেষ্টা করছে। এবিষয়ে ভাংগা থানায় ১৭/৭/২০১৬ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করা হয়। যাহার নং-৭০২।

Leave A Reply

Your email address will not be published.