ফরিদপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের ঘর বাড়ী ভাংচুর ও লুট
রবিউল/মাসুম, ভাঙ্গা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগরে মঙ্গরবার বিকালে এক বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের বাড়ীতে হামলা চালিয়ে ঘরবাড়ী ভাংচুর ও লুট করে বখাটের লোকজনেরা। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় ভাঙ্গা উপজেলার আজিম নগর গ্রামের মোঃ মোফাজ্জেল হাওলাদার এর বাড়ীতে উক্ত ঘটনাটি ঘটে। মোফাজ্জেল জানান বিগত কিছুদিন যাবৎ একই গ্রামের বসবাসকারী মোঃ মোতর্জা খালাসীর ছেলে মাসুদ খালাসী (১৯) আমার মেয়ে শিরিন আক্তার (২০) কে কু-প্রস্তাব দিয়ে আসিতেছিল । আমার মেয়ে উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে গত মঙ্গলবার বিকালে রাস্তার উপরে আমার মেয়ের হাত ধরে টানা টানি করে আমার মেয়ে নিজের ইজ্জত রক্ষা করার জন্যে প্রানপন চেষ্টা করে এসময় গায়ের ওরনা কেড়ে নিয়ে যায় । শিরিন দৌড়ে বাড়ী এসে আমাদের কাছে উক্ত বিষয় জানালে আমি মাসুদ খালাসীর বাবা চাচাদের কাছে ঘটনা বললে উল্টো আমাকে ও আমার মেয়েকে গালি গালাজ করে। এ সময় তারা ক্ষীপ্ত হয়ে আমাদের উপর চড়াও হয় ।আমরা দৌড়ে বাড়ী চলে আসি কিন্ত ওরা আমাদের পিছু ছাড়ে না। আমাদের সাথে আমার বসত বাড়ীতে প্রবেশ করিয়া আমাদেরকে মারধর করে ও ঘর বাড়ী ভাংচুরও লুট পাট শুরু করে ।বিষয়টি থানায় জানালে পুলিশ ঐ স্থানে পৌছানের খবর পেয়ে ওরা পালিয়ে যায়।এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান এ বিষয়ে থনায় একটি মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।