Connecting You with the Truth

ভাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি

 ভাঙ্গা, ফরিদপুর:
বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলার ভাঙ্গা উপজেলায় ২রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টার দিকে খন্দকার টাওয়ারে আলোচনা সভা ও পরে এক বিশাল আনন্দ র‌্যালি বের হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। আলোচনা পর্বে জেলা এবং উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান বলেন, ‘আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি জীবন বাজি রেখে দলের স্বার্থে কাজ করব। বেগম খালেদা জিয়ার যে কোন নির্দেশ পালনে আমরা পিছপা হব না।’ প্রধান অতিথি শাহাজাদা মিয়া বলেন, ‘শহিদ জিয়া ১৯৭৮ সালে যে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি গঠন করেছিলেন আমরা নেতার সেই কর্মসূচিকে বাস্তবায়ন করে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ এ সময় সভার সভাপতি খন্দকার ইকবাল হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘ভাঙ্গায় বিএনপি একটি সংগঠিত দল যার প্রমাণ গত উপজেলা নির্বাচন। আশা করি ভবিষ্যতে ভাঙ্গা বিএনপির দূর্গে পরিণত হবে। অতঃপর বিকাল ৬ টার দিকে বের হয় বৈচিত্র্যময় র‌্যালি। র‌্যালিটি খন্দকার টাওয়ার হতে বের হয়ে বিশ্বরোড বাজার হয়ে ঘুরে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।

Comments
Loading...