ঢাকা বিভাগ ভাঙ্গায় সর্প দংশনে স্কুল ছাত্রীর মৃত্যু । By বাংলাদেশের পত্র On Sep 10, 2015 Share ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সর্প দংশনে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক ১.৩০ টার দিকে ঘারুয়া গ্রামের ফারুক মাতুব্বরের স্কুল পড়–য়া মেয়ে সোমাইয়া আক্তার (১১) কে সাপে কাটে। এ সময় সোমাইয়া চিৎকার দিলে পরিবারের সবাই ঘুম থেকে উঠে এবং বুঝতে পারে সোমাইয়াকে সাপে কেটেছে। অতপর ওঝার নিকট গিয়ে বিষ নামানোর চেষ্টা করে। কিন্তু সোমাইয়া ধীরে ধীরে নিথর হতে থাকলে উপান্তর না দেখে রাতেই তাকে ভাঙ্গা হাসপাতালে আনে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সোমাইয়াকে মৃত্যু ঘোষনা করে। সোমাইয়া ঘারুয়া প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী। সোমাইয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।