ভাঙ্গায় ১শ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী আটক
ভাঙ্গা থেকে মোঃ রবিউল ইসলাম ঃ ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টার দিকে ১০০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
ভাঙ্গা থানা পুলিশের এস আই মোঃ দবীর জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফরিদপুর বরিশাল রোডের হামিরদীর নিকট একটি মাদকের চালান নিয়ে এক মাদক ব্যাবসায়ী ভাঙ্গার দিকে আসছে। খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ এস আই মোঃ জাকির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ছোট হামিরদি বাংলালিংক টাওয়ারের সামনে ফরিদপুর থেকে ভাঙ্গা গামী একটি নসিমনের গতিরোধ করলে নসিমন ফেলে পালানের চেষ্টা করলে ১ জনকে আটক করে পুলিশ। এ সময় আরো একজন পালিয়ে যায়। নসিমন তল্লাশি করলে ৫টি পেকেটে ১০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটক কৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩২)। সে ঝিনাইদাহ জেলার সদর উপজেলার সোনাতন পুর গ্রামের লেয়াকত আলির ছেলে ।
এ ব্যাপারে থানায় একটি মাদক মামলা হয়েছে।