ভাঙ্গায় ২৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রবিউল ইসলাম , ভাঙ্গা,ফরিদপুর ঃ র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ জুন ২০১৬ ইং তারিখ বিকাল ৩.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাংগার মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা পৌসভার ০৪নং ওয়ার্ড এর মহাসড়কে অবস্থিত মাছের আড়ৎ এর পশ্চিম পাশে কালিবাড়ী রোডের দক্ষিণে ফার্নিচার মার্ট দোকানের পিছনে অবস্থিত সেক আলীমউদ্দিন এর টিনসেড বসত ঘরে মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুললাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় উল্লেখিত ঘরের নিকট পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত টিনসেড ঘর হতে কয়েকজন মাদকসেবী এবং মাদকব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের মধ্য হতে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম সেক আলীমউদ্দিন (৩৭), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ মৃত সেক মফিজউদ্দিন, মাতাঃ রেনু বেগম, সাং-কালিবাড়ী রোড, ওয়ার্ড নং-০৪, ডাকঘরঃ ভাঙ্গা, (ভাঙ্গা পৌরসভা), থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার উল্লিখিত নাম ঠিকানা জানায়। অতঃপর আভিযানিক দলের সদস্যরা উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীর স্বীকারোক্তি মতে আসামীর বসত ঘরের অবস্থিত সোকেচ এর ড্রয়ার ও তার পরিহিত শার্টের বাম পকেট হতে ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটের মধ্যে রক্ষিত লালচে গোলাপী রং এর সর্বমোট ২৭৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি ডরহসধী মডেল ড১১১ মোবাইল সেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যপারে ফরিদপুর জেলার ভাংগা থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।