ভাবনার ভাবনা
বিনোদন প্রতিবেদক:
এক সময় মডেলিং ও টিভি নাটকে নিয়মিত থাকলেও এখন একেবারেই সে জায়গা থেকে দূরে রয়েছেন মডেল-অভিনেত্রী ভাবনা। টিভি নাটক কিংবা বিজ্ঞাপন কোনটিতে নেই তার ব্যস্ততা। এ নিয়ে অনেকের মাঝে প্রশ্ন জেগেছে ভাবনা কি হারিয়ে যাচ্ছেন। অবশ্য সে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভাবনা বলেন, আমি হারিয়ে যাইনি। নাটকে কিংবা বিজ্ঞাপনচিত্রে কোনো ব্যস্ততা না থাকার পেছনে একমাত্র কারণ হলো, আমি এখন শুধুই চলচ্চিত্র নিয়েই ভাবছি। অনিমেষ আইচের ‘জেদ’ ছবির শ্যুটিং শুরু করবো কিছুদিনের মধ্যেই। এজন্য নিয়মিত শরীরচর্চা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয়ের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আর টিভি নাটকে আমি যে খুব বেশি কাজ করি তা কিন্তু নয়। বরাবরই বেছে বেছে কাজ করেছি। তাই আমাকে পর্দাও তেমন দেখা যায়নি। আর যারা বলছেন আমি হারিয়ে গেছি তাদের ধারণা ভুল। আমি অভিনয় না করলেও নিয়মিত টকশোতে অংশ নিচ্ছি। এছাড়া টুকটাক বিভিন্ন অনুষ্ঠানেও যাচ্ছি। তবে এ মুহূর্তে ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা আমার প্রথম ছবি। তাই সব মিলিয়ে প্রস্তুতিটাও সেভাবে নিতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ভাবনা। কিন্তু ছবিতে কাজ করার জন্য সবক’টিই বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ভাবনা ভাষ্য, একসঙ্গে দুটো কাজ কখনও হয় না। যে কারণে টিভিপর্দার কাজ বাদ দিয়ে শুধুই চলচ্চিত্রের পেছনে সময় দিচ্ছি। তবে নাটকে যে কাজ করবো না তা কিন্তু নয়। ভাল গল্প পেলে অবশ্যই করবো।