Connecting You with the Truth

ভারতকে সহজে ছাড়ব না

s-7স্পোর্টস ডেস্ক:
আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশের খেলোয়াড়, কোচিং স্টাফ, দর্শক সবার মাঝেই যেন অন্যরকম একটি উত্তেজনা কাজ করছে। রাস্তার মোড়ে, দোকানে, শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গাইতেই এখন মানুষের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশ-ভারত ম্যাচ। ২০০৭ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের দিন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বলেছিলেন, যদি উইকেট একটু ভেজা থাকে আর আমরা বোলিং করি, ভারতকে ‘বুঝিয়ে দিব’। সে বিশ্বকাপে সত্যিই ভারতকে বুঝিয়ে দিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমে মাশরাফির সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেখানে একটি প্রশ্ন ছিল এরকম, ‘বুঝিয়ে দিব’ ঘোষণা দেবেন এবার? উত্তরে মাশরাফি বলেছেন, না, ‘বুঝিয়ে দিব’ বলব না। তবে একটা প্রমিজ করতে পারি, আমরা আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করব। এত দূর যখন এসেছি, সহজে ছাড়ব না। তবে হ্যাঁ, খেলায় কিছু বলা যায় না। আমরা খুব বাজেভাবেও হারতে পারি। আবার খুব ভালোভাবে জিততেও পারি। তবে একটা নিশ্চয়তা দিতে পারি, আমরা সবাই নিজেদের উজাড় করে দেব।

Comments
Loading...