Connecting You with the Truth

ভারতকে হারিয়ে সাফ ফুটবলে শিরোপা বাংলাদেশের

ভারতকে হারিয়ে সাফ ফুটবলে শিরোপা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ। আজ সিলেট স্টেডিয়ামে বিকাল ৫টায় অনুষ্ঠিত ফাইনালে পেনাল্টি শুটআউটে ভারতকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। টানা চার ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করল যুবারা। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল।

খেলার শুরুতে প্রথমেই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ২৯ মিনিটে খলিল ভূইয়ার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ভারতও সহজ সুযোগ নষ্ট করে ৩৯ মিনিটে। মিডফিল্ডার জেরেমি লালদিনপুইয়া বক্সের বাঁ প্রান্তে বাংলাদেশ গোলরক্ষক ফয়সল আহমেদকে একা পেয়েও বল সাইড পোস্টের বাইরে মারেন।

খেলার ৪৬ মিনিটে বাংলাদেশেকে এগিয়ে দেন মিডফিল্ডার ফাহিম মোর্শেদ। বক্সের মাঝামাঝি অবস্থান থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শটে তিনি বল জালে জড়িয়ে দেন।

কিন্তু এরপর কিছুটা অসংগঠিত হয়ে পড়ে বাংলাদেশ, কারণ আক্রমণের ধার বাড়িয়ে দেয় ভারত। ৫৯ মিনিটে বাংলাদেশকে কোণঠাসা করে ভারতের সমতাসূচক গোল করেন মিডফিল্ডার অবিনাশ মরাজকার।

এরপর বিদ্যুৎ বিভ্রাটে খেলা ৮৯ মিনিটে বন্ধ হয়ে যায়। ফের মাঠে নেমে ৯০ মিনিট খেলা শেষের পর টুর্নামেন্টের নিয়মানুযায়ী সরাসরি পেনাল্টি শুটআউটে গড়ায় ফাইনাল।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...