ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু, মৃত্যু ৭০৩ জনের
ডেস্ক রিপোর্ট:
ভারতে দ্রুত বিস্তার লাভ করছে মরণঘাতী সোয়াইন ফ্লু ভাইরাস। চলতি বছরের মাত্র ৪৭ দিনে সেখানে ৭০৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি। সোয়াইন ফ্লু’র ঐ১ঘ১ ভাইরাস ছড়িয়ে পড়েছে জম্মু-কাশ্মীর, গুজরাট, রাজস্থান, দিল্লি, তেলেঙ্গানা থেকে মিজোরাম পর্যন্ত। ঘটনার ভয়াবহতায় উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছেন ক্যাবিনেট সেক্রেটারি অজিত সেথ। তিনি রাজ্যগুলোকে সার্বক্ষণিক হেল্পলাইন চালুর তাগাদা দিয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টা মনিটরিং সেল গঠনেরও নির্দেশ দিয়েছেন। এদিকে রোগের উপসর্গ দেখা দিলেই সরকারি হাসপাতালে যাওয়ার অনুরোধ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন, রাজ্যের কাছে এই রোগ প্রতিরোধের জন্য সব ধরণের প্রস্তুতি রয়েছে।