Connecting You with the Truth

ভারতীয় ক্রিকেট দেবতা শচিনের নামে সিরিজ

s-2
স্পোর্টস ডেস্ক:
ভারতীয় ক্রিকেট দেবতা শচিন টেন্ডুলকারের নামে সিরিজ আয়োজনের চিন্তা-ভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শচিনের নামে সিরিজ আয়োজনের ব্যাপারে ২৬ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সভায় সিদ্ধান্ত নিবে বিসিসিআই। বিসিসিআই সভাপতি সঞ্জয় প্যাটেল বলেন,এ ব্যাপারটি এখন আমাদের পরিকল্পনায় রয়েছে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা চাই তার নামে একটি সিরিজ আয়োজনের।’ পরের মাসে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফর করবে। ক্যারিবীয়দের বিপক্ষে সে সিরিজের নাম শচিনের নামে হতে পারে কি না, এমন প্রশ্নে প্যাটেল জানান, এটা তাদের সঙ্গে আলোচনা করা হবে। যেহেতু এটা দ্বিপাক্ষীয় একটি সিরিজ। এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ এর আগে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং মনসুর আলী খান পতৌদির (মৃত) নামে সিরিজ খেলেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারতীয়রা। আর ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল পতৌদি ট্রফি। শচিন টেন্ডুলকার ভারতের হয়ে ২০০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। যেখানে ৫১টি শতক আর ৬৮টি অর্ধশতক নিয়ে তার মোট রান ১৫,৯২১। আর ওয়ানডেতে খেলেছেন ৪৬৩টি ম্যাচ। ৪৪.৮৩ গড়ে ৪৯টি শতক আর ৯৬টি অর্ধশতক নিয়ে তার মোট রান ১৮,৪২৬।


Comments
Loading...