Connecting You with the Truth

হ্যাকারদের চাকরির অফার দিল আইএস!

is hacker

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী জঙ্গি সংঘটন নামে বিশ্ববাসীর নিকট পরিচিত আইএসের নজর পড়েছে এবার ভারতীয় হ্যাকারদের প্রতি। তারা ভারতীয় হ্যাকারদের চাকরীর জন্য আবেদন করতেবলেছেন।
বিভিন্ন দেশের সরকারী ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার জন্য ভারতীয় হ্যাকারদের দ্বারস্থ হলেন আইএস। এছাড়াও ফেসবুক, টুইটার ও বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আইডি হাক করার জন্য তারা এই চাকরী পাবেন। যে কোন একটি কাজ করার জন্য প্রত্যেক হ্যাকার ১০,০০০ ডলার পাবেন।
ভারতীয় এক্সপার্টদের এরকম তথ্য পাওয়া গেছে। তারা গত ছয় মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এরকম তথ্য পেয়েছেন। তাদের মতে, হ্যাকারদের মাঝে প্রতিনিয়ত যোগাযোগ হয়। সেভাবে আইএস এসকল হ্যাকারদের তথ্য দিয়েছেন। ভারতে খুব ভালভাবে নিজেদের অবস্থান শক্ত করার জন্য আইএস এরকম দিক-নির্দেশনা দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।–সূত্র: ইন্ডিয়া টুডে।

Comments