Connecting You with the Truth

ভারতের বিপক্ষে স্টেইন

s-3স্পোর্টস ডেস্ক:
জ্বরের কারণে বুধবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। তবে, সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে মেলবোর্নে আগামী মঙ্গলবারের ম্যাচে সুস্থ হয়েই ফিরবেন বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকা দলের মিডিয়া ম্যানেজার লেরাটো মালেকুটু জানিয়েছেন সাইনাসের সমস্যার কারণে স্টেইন বিশ্রামে থাকলে আজ অনুশীলনে ফিরে আসবেন। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে পুল-বি’র গুরুত্বপূর্ণ ম্যাচে স্টেইনের উপস্থিতি দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। যদিও টুর্নামেন্টের প্রথম সপ্তাহটা স্টেইনের খুব একটা ভালো কাটেনি। শ্রীলংকার বিপক্ষে প্রথম অনুশীলন ম্যাচে এই গতি তারকা মাত্র সাত ওভার বল করেছেন। তবে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি বিশ্রামে ছিলেন। ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামলেও খুব একটা নিজেকে প্রমাণ করতে পারেন নি। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ৯ ওভার বল করে ৬৪ রানে নিয়েছেন এক উইকেট। এদিকে সেন্ট কিলডা ক্লাব গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার অনুশীলনে যোগ দিয়েছেন দুই পরামর্শক সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান গ্যারি কারর্স্টেন এবং অস্ট্রেলিয়ান মাইকেল হাসি। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী মাহেন্দ্র সিং ধোনীর ভারতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন কারর্স্টেন। তিনি খণ্ডকালীন পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার সাথে কাজ করবেন। অন্যদিকে শুধুমাত্র বিশ্বকাপের জন্য হাসিকে বিশেষভাবে দলের সাথে রাখা হয়েছে।

Comments
Loading...