ভারতে ধুলিঝড়ে নিহত ১৪
ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ ধুলিঝড়ে কমপক্ষে ১৪জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২০জন। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এই ঝড় আছড়ে পড়ে । শনিবার ঝড়ের পরে জানা গেছে, লখনৌ ও এর পার্শ্ববর্তী এলাকায় আটজনের মৃত্যু হয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, পুরো রাজ্যে ঝড়ে ১৪জনের মৃত্যু হয়েছে। ঝড়ের রাজ্যে ৩২০টি বিজ্ঞাপনী বিলবোর্ড উড়ে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ খুটি উপড়ে যাওয়ায় ২০ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎহীন রাজ্যের বেশি ভাগ এলাকা। এছাড়া ব্যাপকভাবে চাষের ক্ষতি হয়েছে এই ঝড়ে। জমিতে থাকা গম নষ্ট হয়ে গিয়েছে এবং আম চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে।