Connecting You with the Truth

ভারতে পাচারের সময় বেনাপোলে ছাগলের চামড়া আটক

SAM_6128 copyকামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের দৌলতপুর সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৩১৮টি ছাগলের চামড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।শনিবার ভোর ৬ টার সময় সীমান্তবর্তী দৌলতপুর তেরঘর একটি বাশবাগান থেকে এই চামড়া আটক হয়।

বিজিবি জানায়,তাদের কাছে খবর আসে সীমান্ত পথে পাচারকাররীরা চামড়ার একটি চালান ভারতে পাঠাবে। এমন খবরে রাতভর তারা সীমান্তে টহল জোরদার করে।অবশেষে শনিবার ভোরে কয়েক যুবককে মাথায় করে বস্তা নিয়ে ভারতের দিকে যেতে দেখা যায়।এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে মাথা থেকে ৬টি বস্তা একটি বাশ বাগানে ফেলে পালিয়ে যায়।পরে ওই বস্তার মধ্য থেকে ৩১৮টি ছাগলের চামড়া পাওয়া যায়।২১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সুবেদার সামছুল হক জানান,আটককৃত চামড়া গুলো বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।

Comments
Loading...