ভারতে বাস খাদে পড়ে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরখণ্ডে বাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। শনিবার (২০ জুন) উত্তরখণ্ডের আলমোড়া জেলায় দানিয়ার ভিল থায়ড়ি এলাকায় একটি গিরিখাদে যাত্রীবাহী বাসটি পড়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বাসটি দিল্লি থেকে পিথোরাগড় যাচ্ছিলো।