ভারতে সব কারাগারে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক : ঢাকা: ভারতের সব কারাগারে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। পুলিশ স্টেশন ও লকআপের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি টিএস ঠাকুর ও বিচারপতি আর বানুমাতির বেঞ্চ শুক্রবার সকালে এ নির্দেশ দিয়ে বলেন, এক বছরের মধ্যে কারাগারগুলোতে ক্যামেরা লাগাতে হবে। তবে কোনোভাবেই তা দুই বছর অতিক্রম করা যাবেনা।
এছাড়া প্রতিটি পুলিশ স্টেশনে অন্তত দুইজন নারী পুলিশ কনস্টেবল নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আগামী তিন মাসের মধ্যে এ শর্ত পূরণের কথাও উল্লেখ করা হয়েছে। কারাগারের উন্নয়ন ও নারী কনস্টেবল নিয়োগের বিষয়ে জনস্বার্থে দায়ের করা দিলিপ কে বসু নামে এক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
বাংলাদেশেরপত্র/এডি/এ