ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বন্দ্ব জমে উঠেছে
পাকিস্তানের গুরুদাসপুরে জঙ্গী হামলার ঘটনার পরে পাক-ভারত সিরিজ নিয়ে চলছে দুই প্রতিবেশি দেশের মধ্যে তুমুল দ্বন্দ্ব।
জঙ্গী হামলার পর ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের কর্তারা সাফ জানিয়ে দিয়েছিলেন যে, সন্ত্রাসের পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক নতুন করে গড়ার কোনও সম্ভাবনা নেই।
এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডও পাল্টা জবাব দিলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর বলেছিলেন, সন্ত্রাস আর ক্রিকেটের সহাবস্থান কখনওই সম্ভব নয়।
জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান ইজাজ বাট বললেন, ভারতের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করা সময় নষ্ট ছাড়া কিছু নয়। ‘ভারতীয় বোর্ড আমাদের বিরুদ্ধে খেলতেই চায় না। কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়াটা অজুহাত মাত্র।’ ইজাজ আরো বলেন, ‘আমরা সব সময় বন্ধুত্বের কথা বলে যাই।
কিন্তু ঘটনা হল, ভারতীয় বোর্ড কর্তারা সব সময় আমাদের কষ্ট দিয়ে এসেছেন। হিসেবমতো আমাদের সঙ্গে ভারতের দুটো হোম সিরিজ খেলার কথা। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’
বাংলাদেশেরপত্র/এডি/এস