Connecting You with the Truth

ভারত-বাংলাদেশ সীমান্ত বিল মোদির মন্ত্রিসভায় অনুমোদন

1430808888
নিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশের সাথে সীমান্ত চুক্তি সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারত ও বাংলাদেশের মধ্যে ১৬২ ছিটমহল বিনিময়ের জন্য এই বিল বুধবার রাজ্যসভায় এবং বৃহস্পতিবার লোকসভায় পাস করানোর কথা রয়েছে।  এর আগে আসামকে সীমান্ত চুক্তি থেকে বাদ না দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেসের তরুণ গগৈ নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে অনুরোধ করেন।
সোমবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বাসভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে সীমান্ত বিল অপরিবর্তিতভাবে পাস করানোর সিদ্ধান্ত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, বিলটি ঠিক যেভাবে রাজ্যসভায় রয়েছে সেভাবেই পাস করানো হবে। সূত্র: জি-নিউজ।
Comments
Loading...