ভারত সফর সংক্ষিপ্ত করছেন ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে সফর সংক্ষিপ্ত করে বাদশা আবদুল্লাহর মৃত্যুতে সমবেদনা জানাতে সৌদি আরব যাবেন বলে জানা গেছে। নাম না প্রকাশ করার শর্তে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র শনিবার এ তথ্য জানিয়েছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজের কোন মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসাবে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৫ জানুয়ারি আসছেন ওবামা। অসুস্থতায় ভুগে শুক্রবার সৌদি বাদশা আবদুল্লাহ মারা যান। তার উত্তরসূরি হিসেবে নতুন বাদশা হয়েছেন সৎভাই সালমান। আবদুল্লাহর মৃত্যুতে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠমিত্র। শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই প্রেসিডেন্ট ওবামা নতুন বাদশা সালমানের সঙ্গে কথা বলবেন। কিন্তু সালমানের সঙ্গে ওবামা বৈঠক করবেন এ ধরনের কোনকিছু হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়নি। সফর সংক্ষিপ্ত করায় ভারতের ১৭ শতকের বিস্ময়কর স্থাপত্যশিল্প তাজমহল পরিদর্শন স্থগিত হতে যাচ্ছে। তবে এতে করে সফরের উদ্দেশ্য ও লক্ষ্য ব্যাহত হবে না বলেই আশা করা হচ্ছে। সোমবার ভারতের প্রজাতন্ত্রদিবসের সেনা কুচকাওয়াজে নরেন্দ্র মোদীর সঙ্গে অংশ নেবেন। এরপর মঙ্গলবার সকালে ভারত ত্যাগ করার আগে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।