Connecting You with the Truth

ভারুনের এ ব্যবহারে খুবই লজ্জিত ভিনায়!

b-3
বিনোদন ডেস্ক:
বলিউডের চার্মিং লুকের অধিকারী ভারুন ধাওয়ানের এক ঘুষি খেয়ে হাসপাতালে ভর্তি হলেন কমেডিয়ান ভিনায় পাঠাক। কিন্তু কী এমন করলেন এই অভিনেতা যে একেবারে গায়ে হাত তুলতে বাধ্য হলেন আধা বয়সী ভারুন? সম্প্রতি এমন খবরে পুরো বলিউড পাড়ায় ভারুনকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। অনেকে বলতে শুরু করেন বলিউডে কয়েকটি সিনেমা হিট হয়েছে বলেই কি কারো গায়ে হাত তুলতে হবে? অনেকে তো এই নবীন অভিনেতাকে বেপরোয়া বলতেও পিছ পা হচ্ছেন না। তবে আসল ঘটনাটি কী? সত্যি সত্যি কি রাগের মাথায় পাঠাককে ঘুষি মেরে বসলেন ভারুন? নাকি এর পেছনেও রয়েছে অন্য কোন লুকায়িত কাহিনী। জানা যায়, ভারুন এখন ব্যস্ত আছেন ‘বাদলাপুর’ সিনেমা নিয়ে। আর সিনেমায় মুম্বাইয়ের স্টুডিওতে শ্যুটিং চলছিল। এখানেই ঘটনার সূত্রপাত ঘটে। সিনেমার প্রোডাকশনের সাথে জড়িত ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তখন গভীর রাত। স্টুডিওতে সিনেমার সাথে সম্পৃক্ত সকলের সাথে উপস্থিত ছিলেন ভারুন ধাওয়ান, ভিনায় পাঠাক এবং রাধিকা আপ্তে। পরিচালকের নির্দেশ মতোই শ্যুটিংয়ে নেমে পড়েন এই তিন তারকা। আর দৃশ্য অনুযায়ী ভিনায়কে ঘুষি মারতে গিয়ে এতো জোরে মেরে বসেন ভারুন যে পরে সোজা ভিনায়কে হাসপাতালে ভর্তি করতে হয়।

Comments
Loading...