Connecting You with the Truth

ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত প্রভা

বিনোদন ডেস্ক:06_prova

আসছে বিশ্ব ভালোবাসা দিবস। এ দিবসকে ঘিরে সব তারকাকেই বিভিন্ন টিভি চ্যানেলে কোন না কোন নাটকে অভিনয় করতে দেখা যায়। সে ব্যস্ততা রয়েছে জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভারও। বিশেষ এই দিন উপলক্ষে তিনি অভিনয় করেছেন তিন নাটকে। এর মধ্যে রয়েছে সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘আমি স্পেশাল মানুষ’। এতে তার সহশিল্পী মোশাররফ করিম। এছাড়াও আবদুল্লাহ রানা ও মুজিব রায়হানের পরিচালনায় ভিন্ন দুটি নাটকে অভিনয় করতে দেখা যাবে প্রভাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, নাটকগুলোর গল্প বেশ সুন্দর। নির্মাণশৈলীও ভাল ছিল। আমি বরাবরই নাটকের গল্পের ওপর বেশি জোর দিই। আশা করছি নাটকগুলো দর্শকের কাছে ভাল লাগবে। এদিকে বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক ‘হল্লাবাজি’, ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ ‘হাটখোলা’সহ বেশ কয়েকটিতে অভিনয় করছেন তিনি। এর মধ্যে ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ নাটকটি থেকে বেশ সাড়া পেয়েছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে প্রভা বলেন, এ নাটকটির গল্প জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ ছবির চরিত্রগুলোর ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে। এতে অভিনয় করে বেশ ভাল লিগেছে। পাশাপাশি দর্শকের কাছেও নাটকটি গ্রহণযোগ্যতা পেয়েছে। আশা করি এর শেষ পর্যন্ত দর্শক দেখে যাবেন। এছাড়াও ‘দহন’ ও ‘শূন্য থেকে শুরু’ নাটক দুটি প্রচারের অপেক্ষায় রয়েছে বলে জানান প্রভা। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও এখন বিজ্ঞাপনে তেমন কোন ব্যস্ততা নেই তার। টিভি নাটকে বেশি সময় দিতে হচ্ছে বলে বিজ্ঞাপনের কাজ করতে পারছেন না তিনি। এ প্রসঙ্গে প্রভা বলেন, বেশ কিছু ধারাবাহিক নাটকে নিয়মিত সময় দিতে হচ্ছে। দেখা যায় প্রতিদিনই শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। যে কারণে বিজ্ঞাপনের প্রস্তাব এলেও সেটা করতে পারছি না। আর এখন চিন্তা করছি নাটকে বেশি সময় দেবো। কয়েকটি নতুন ধারাবাহিক নাটকের কাজ হাতে রয়েছে সামনে। এগুলোর শ্যুটিংয়ের জন্য কিছুদিন খুবই ব্যস্ততার মধ্যে থাকতে হবে। সম্প্রতি প্রভা একটি চলচ্চিত্রে অভিনয় করবেন বলে শোনা গেছে। কিন্তু নির্মাতা সে ছবির চিত্রনাট্য পাঠাবেন বলেও আর পাঠাননি তাকে। এ নিয়ে কিছুটা বিব্রতও হয়েছেন এ অভিনেত্রী। অবশ্য এ মুহূর্তে ভাল একটি চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন প্রভা। ভাল গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে অভিনয়ে আসবেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে প্রভার ভাষ্য, একটি ভাল গল্পের অপেক্ষায় আছি। ব্যাটে-বলে মিললে অবশ্যই চলচ্চিত্রে আসবো।

Comments
Loading...