ভূজপুর দাঁতমারায় উন্নয়নের ছোঁয়া
ভূজপুর প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার ভূজপুর থানার ২নং দাঁতমারা ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিগত ২০-২৫ বছর পূর্ব হতে এই ইউনিয়নে উন্নয়ন বলতে তেমন কিছু পরিলক্ষিত হয় নি। বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়নের বিভিন্ন স্থানে ৮টি বড় সেতু, ১৬টি কালভার্ট, ১৮ কিলোমিটার রাস্তার উপর ইটের সলিং বসানো হয়। এছাড়াও মসজিদ- মাদ্রাসা ও মন্দিরের সংস্কারের কাজ করা হয়। গরিব ছাত্র-ছাত্রীদেরকে স্কুলের ড্রেস এবং প্রতিটি স্কুল-মাদ্রাসা-কলেজে ছাত্র-ছাত্রীদের পানীয় জলের অভাব পূরণের জন্য পানির ফিল্টার প্রদান করা হয়। এলাকার বিভিন্ন স্থানে সামাজিক ক্লাবের সদস্যদের বিনোদনের জন্য ফুটবল ও ক্রিকেট খেলার সামগ্রী, টেলিভিশন এবং গরিব অসহায় মহিলাদেরকে দর্জি শিক্ষায় প্রশিক্ষিত করে সেলাই মেশিন প্রদান করা হয়।