Connecting You with the Truth

ভ্যালেন্টাইনস ডে মানে আমার কাছে সরস্বতী পুজো – প্রসেনজিৎ

ভ্যালেন্টাইনস ডে মানে আমার কাছে সরস্বতী পুজো - প্রসেনজিৎ
ভ্যালেন্টাইনস ডে মানে আমার কাছে সরস্বতী পুজো – প্রসেনজিৎ

আজ বিশ্ব ভালবাসা দিবস। নিজের পছন্দের মানুষের সঙ্গে দিনটা কাটানোর প্ল্যান করেছেন নিশ্চয়ই। কিন্তু, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে এই ভ্যালেন্টাইনস ডে-র নাকি কোনও গুরুত্বই নেই!

কারণ ১৪ ফেব্রুয়ারিকে কেন ভ্যালেন্টাইনস ডে হিসেবে মানেন না নায়ক?

প্রসেনজিতের কথায়, ‘আমাদের সময় এ সব ছিল না। ভ্যালেন্টাইনস ডে মানে কিন্তু আমার কাছে সরস্বতী পুজো। আর বছরে একটা দিন ভালবাসার হয় নাকি? ৩৬৫ দিনই ভালবাসার দিন।’

না! আলাদা করে কোনও ভ্যালেন্টাইনের নাম বলতে চাননি নায়ক। তিনি মনে করেন, বছরের প্রতিটি দিনই প্রেমে পড়া যায়, ভালবাসা যায়। বরং যারা আগামী কাল সেলিব্রেট করবেন তাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু, তাঁর কাছে বছরের প্রতিটি দিনই ভালবাসার।-আনন্দবাজার।

Comments