ভয়াবহ অগ্নিকাণ্ড,প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই
মিজানুর রহমান মানিক, পাটগ্রাম প্রতিনিধি.লালমনিরহাট জেলার পাটগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে ১২টি দোকান। সানিয়াজান নদীর তীরে অবস্থিত উপজেলার বাউরা বাজারে আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে বুলবুল,রঞ্জ,মিষ্টু’র কাপড়ের দোকান;রাজুর তুলার দোকান,আতিয়ার রহমানের চায়ের দোকান,সামাদের স্যান্ডেলের দোকান,ডিড রাইটার আইনুলের গদিঘর,সেলিমের সারের দোকান,আলতাফের টেইলরের দোকানসহ আরও কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৭০লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে বাজার পরিচালনা কমিটি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানালেন,সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিক একটি দোকান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়া বাড়তে থাকে ও আগুনের শিখা দেখতে পাওয়া যায়। পাশাপাশি বেশকয়েকটি কাপড়ের দোকান থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুই ঘন্টাব্যাপী অব্যাহত চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ভস্মিভূত দোকানের সামনে দাড়িয়ে টেইলর আলতাফ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বললেন,দর্জির দোকানটি দিয়ে সন্তান-সন্ততি নিয়ে কোন রকমে দিন কাটাচ্ছিলাম।আমার এক সন্তান শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।অন্যরা স্কুল-কলেজে পড়ছে। আমার সন্তানদের পড়াশুনা নিয়ে আমার মধ্যে এখন সংশয় জাগছে। ব্যবসায়ি বুলবুল হোসেন জানিয়েছেন, তার দোকানের ১০লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। বাউরা বাজারের গালামাল ব্যবসায়ি আনিস মিয়া জানালেন,ধারণা করা হচ্ছে আলতাফ হোসেনের টেইলরের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়। পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতাজুর জানিয়েছেন,ধারণা করা হচ্ছে পুড়ে যাওয়া দোকানগুলোর কোন একটায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়। সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিস খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।