Connecting You with the Truth

মঈনের বিরুদ্ধে তদন্তে পিসিবি

s-6স্পোর্টস ডেস্ক:
অপরাধটা খুব বড় কিছু নয়। কিন্তু আইসিসির টুর্নামেন্ট চলাকালীন সময় ছোট অপরাধও হয়ে ওঠে অনেক বড়। তাই কপাল পুড়ছে মঈন খানের। ক্যাসিনোতে যাওয়ার অভিযোগে প্রধান নির্বাচকের বিরুদ্ধে তদন্তে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। আর এই তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক এই ক্রিকেটার। মঈনের বিরুদ্ধে অভিযোগ, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ঠিক দু’দিন আগে কাউকে না জানিয়ে ক্রাইস্টচার্চের একটি ক্যাসিনোতে সস্ত্রীক বেড়াতে যান। সেখানে তারা রাত তিনটা পর্যন্ত অবস্থান করেন। তদন্ত কমিটির প্রধান পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা এএফপিকে এই খবর নিশ্চিত করেছেন। এদিকে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, মঈন খানের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ হলে তাকে পাকিস্তানে ফিরিয়ে আনা হতে পারে। শাহরিয়ার খান বলেন, ‘আমরা মঈন খানের ক্যাসিনোতে যাওয়া নিয়ে তদন্ত করছি। এ ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবসর নেওয়ার পর থেকে বিভিন্নভাবে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মঈন খান। ছিলেন দলের ম্যানেজার এবং কোচ। তবে বর্তমানে নির্বাচক কমিটির প্রধান হিসেবে পিসিবির পদে কর্মরত রয়েছেন। উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে এমনিতেই বিপাকে পাকিস্তান। তার উপরে দলের কর্মকর্তাদের এ ধরনের ঘটনা দলের উপরে আরো প্রভাব ফেলতে পারে।

Comments
Loading...