Connecting You with the Truth

মদিনায় ‘আত্মঘাতী হামলা’

Medina+Blast

আন্তর্জাতিক ডেস্ক: মদিনায় মহানবী (সা.) এর মসজিদ হিসেবে খ্যাত মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলার খবর এসেছে। সৌদি আরবের টেলিভিশন স্টেশন আল আরাবিয়াকে উদ্ধৃত করে রয়টার্স ও আল জাজিরা টেলিভিশন সোমবার রাতে এই খবর দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববীর নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে। তা থেকে ফুলকি ছড়িয়ে পড়ছে।
জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলাচেষ্টার দিনই মদিনায় এই আত্মঘাতী হামলার খবর এল। একই দিনে কাতিফ নামে সৌদি আরবের আরেকটি শহরে শিয়া মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয়। আল জাজিরা।

Leave A Reply

Your email address will not be published.