মধুখালীতে জমিনিয়ে বিরোধে নিহত ১,গ্রেফতার-১
(ফরিদপুর) মধুখালী প্রতিনিধি , রেজাউল করিম তুহিন : ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আ্ড়পাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার রাতে এক ব্যক্তি খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম রহমত খা (৫০) । সে মৃত তেজারত খার ছেলে। এ ব্যাপারে নিহতের ছেলে রবিউল খা বাদী হয়ে মধুখালী থানায় রবিবার ৭ জনের বিরুদ্ধে অভিযোগ এনে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-২২ তারিখ-২৮.০২.২০১৬। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রবিবার ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। হত্যার দায়ে এজাহারভূক্ত আসামী একই গ্রামের আমজাদের ছেলে ঝন্টু (২৫) নামে এক যুবককে মধুখালী থানা পুলিশ আটক করেছেন।
মধুখালী থানা ইন-চার্জ অফিসার মো. রুহুল আমিন জানান, শনিবার রাতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া গ্রামের মৃত. তেজারত খার ছেলে রহমত খা এবং টিপু সেখের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে টিপু সেখ গং রহমত খার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছেন। তিনি জানান, হত্যার অভিযোগে থানায় ৭জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। ঝন্টু সেখ পিং-আমজেদ নামে এক আসামীকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।