Connecting You with the Truth

মধুপুরে তুলার মিলে অগ্নিকাণ্ড

মধুপুর প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে একটি তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
গত কাল শনিবার ভোর রাতে সাড়ে ৫টার সময় উপজেলার মালাউরি স্বপনের তুলার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আলা উদ্দিন ও মিল কর্মী তোফাজ্জল হোসেন জানান, মিলে তুলা ডাস্ট (ঝুট থেকে তুলা তৈরি) করার সময় মেশিনের যন্ত্রপাতির ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ তুলার ওপর পড়লে মুহূর্তের মধ্যেই পুরো মিল রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২শ’ বস্তা তুলা ও বেশ কয়েকটি ডাস্ট করার মেশিন এবং একটি টিনশেড ঘর পুরোপুরি পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষটাকা।
মিলে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আলা উদ্দিনসহ অন্যান্য দমকল কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments
Loading...