মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাদের সাথে হেযবুত তওহীদের মত বিনিময় সভা
গতকাল হেযবুত তওহীদের উদ্যোগে মনোহরদী নব নির্মানাধীন মুক্তিযোদ্ধা উপজেলা সংসদ ভবনে এক আলোচনা সভা ও ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি মাসুদুর রহমান জুয়েল। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধারা তাদের নিজ নিজ আসন গ্রহণ করেন এবং উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের উদ্যেশ্যে বক্তব্য পেশ করেন দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি জনাব মো: রফিকুল এসলাম। এসময় তিনি বলেন, “ আপনারা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা অন্যায়, অবিচার, অশান্তি ও অমানবিকতার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। আপনারা এই কঠোর সংগ্রামের মাধ্যমে এবং রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা উপহার দিতে পেরেছেন ঠিকই। কিন্তু আপনারা যে লক্ষে যুদ্ধ করেছিলেন সে লক্ষকি আজো বস্তবায়িত হয়েছে কি, হয় নি। আপনারা তা করতে পারেন নি, আমি বলব না। আপনাদেরকে করতে দেয়া হয়নি। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, কিন্তু আপনাদের সেই ঐক্যকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়া হয়েছে। এই জাতিকে আজ হাজার হাজার মত, পথ, ফেরকায় বিভক্ত করে এক শ্রেণী তাদের সার্থ হাছিল করে চলেছে আজও। আজ আবার সময় হয়েছে আপনাদের ঐক্যবদ্ধ হবার। আপনারা আসুন, মানবতার সত্যিকার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য এই ধর্ম ব্যবসায়ি সার্থান্নেসি মহলের বিরুদ্ধে আবারো আমরা এক হই, ঐক্যবদ্ধ হই। আমরা বঙ্গালী জাতি, ১৬ কোটি এই বাঙ্গালীর ৩২ কোটি হাত। এই হাত সবগুলি যদি একত্রিত থাকত তবে বাংলাদেশ আজ কোথায় গিয়ে দারাত তা আপনারা অবশ্যই জানেন। তাই আসুন আমরা অতিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিস্যতের জন্য, আমাদের ভবিস্যত প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেবার জন্য আমরা আবারো ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।” এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মতিউর রহমান তারা, ডেপুটি কমান্ডার অধ্যাপক সৈয়দ আশরাফুল ইসলাম, সহকারী কমান্ডার (সাংগঠনিক) মো: হাফিজ উদ্দিন বাবু, দফতর সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মো: সিরাজুল ইসলাম সহ মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা সদস্য, এবং মুক্তিযোদ্ধাদের সন্তান। এসময় সার্বক্ষণিক সহযোগীতায় ছিলেন, মো: শরিফ, মো: জাকির, মো: মোতাহার সহ হেযবুত তওহীদের নরসিংদী শাখার অন্যান্য সদস্যবৃন্দ।