Connecting You with the Truth

‘মন দরজা’য় তারা দুই বন্ধু

বিনোদন ডেস্ক:b-9

মিলন যদিও চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বছর কয়েক হলো, কিন্তু এখনও টিভি নাটকে অভিনয় করেন সময় পেলে। ‘তারকা’ শব্দের চেয়ে তাদের ক্ষেত্রে ‘বন্ধু’ শব্দটিই বেশি শক্তিশালী। সেই কবে থেকে বন্ধু তারা! আড্ডায়, হাসিতে, অভিমানে একসঙ্গে অনেক বছর ধরে তারা আছেন বরতায়। দু’জনই মঞ্চে কাজ করেন। মিলন দেশ নাটকে, আর রওনক নাগরিক নাট্য সম্প্রদায়ে। শিল্পকলা একাডেমির সন্ধ্যা সন্ধ্যা বিকেল, বেইলি রোডের রাত-বিরাত, অভিনয় তত্ত্ব নিয়ে আলাপ, মধুর তর্ক- একসঙ্গে তাদের অনেক স্মৃতি। ২ জানুয়ারি দু’জনের হঠাৎ দেখা। পুবাইলে কুয়াশামাখা ভোর তখন। বিস্তৃত সর্ষে ক্ষেত, এলোমেলো গাছপালা, কুঁড়েঘর পেছনে রেখে ছবি তুললেন মিলন-রওনক। মিলনের ছুঁড়ে দেওয়া প্রশ্নে ভাবতে বসলেন রওনক। ভাবাভাবি শেষে বেরুলো ‘হেলিকপ্টার’-এর নাম। তুহিন অবন্তের এ নাটকে বছর দু’য়েক আগে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ওটাই সর্বশেষ। এরপর দীর্ঘদিন একসঙ্গে কাজ নেই। তবে দেখা হয়েছে মাঝে মধ্যে। ২ জানুয়ারি থেকে তারা অভিনয় শুরু করলেন ‘মন দরজা’র। এতদিন পরে একসঙ্গে, এক নাটকে, একই ইউনিটে- স্বাভাবিকভাবেই উৎফুল্ল দু’জনেই। ধারাবাহিক নাটক ‘মন দরজা’ লিখেছেন ও পরিচালনা করছেন আকিদুল ইসলাম।

Comments
Loading...