মসুলকে দুর্গে পরিণত করার উদ্যোগ ইসলামিক স্টেটের
সমৃদ্ধ মুসলিম ইতিহাসের ঐতিহ্য সমৃদ্ধ ইরাকি শহর মসুলের চারদিকে পরিখা খনন করে শহরটিকে কার্যত একটি দুর্গে পরিণত করার উদ্যোগ নিয়েছে ইসলামিক স্টেট (আইএস) । এই পরিখা খননের উদ্দেশ্যে ডিসেম্বরে একটি ঠিকাদারি প্রজ্ঞাপন জারি করেছিল আইএস। তাতে সাড়া দিয়ে বেশ কয়েকজন ইরাকি ঠিকাদার মসুলের একটি সরকারি ভবনে হাজির হয়ে কাজ পাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিলেন। মসুলের নতুন শাসক আইএস’র একজন সদস্য একটি মানচিত্র বিছিয়ে তাদের পরিকল্পনা উপস্থিত ঠিকাদারদের কাছে তুলে ধরেন। এই ঠিকাদারী প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এমন একজন সূত্র বলেছেন, “আইএস’র ঠিকাদারী নথি অনুযায়ী, মসুলকে ঘিরে দুই মিটার চওড়া ও দুই মিটার গভীর একটি পরিখা খনন করতে হবে।” কাজ পাওয়া ঠিকাদারকে প্রতি কিলোমিটার পরিখার জন্য ৪,০০০ ডলারের সমপরিমাণ অর্থ দেয়া হবে। শহরটিকে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ঘোষিত আধুনিক খলিফা শাসিত রাষ্ট্রের রাজধানী বানাতে চায় আইএস।