Connecting You with the Truth

মস্কো লাইব্রেরিতে আগুনে পুড়ে গেছে বহু দুষ্প্রাপ্য বই

11আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোতে এক কোটি ৪২ লাখ ঐতিহাসিক বইয়ে সমৃদ্ধ একটি প্রাতিষ্ঠানিক পাঠাগারের একটি অংশ ভয়াবহ আগুনে পুড়ে গেছে। শনিবার স্থানীয় সময় ভোরে লাগা এই আগুনে পাঠাগারটির বহু দুষ্প্রাপ্য ব্ই পুড়ে গেছে বলে হেরাল্ড সান প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, একাডেমিক ইনস্টিটিউট অব সায়েন্টিফিক ইনফর্মেশন অন সোশ্যাল সায়েন্সেস (আইএনআইওএন) নামের ওই পাঠারগারটিতে “লাখ লাখ অনন্য ঐতিহাসিক নথি” আছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঠাগারটির একটি অংশের ছাদ ভেঙে পড়ে। ২০০০ বর্গমিটারের এই প্রতিষ্ঠানটি রাশিয়ায় সমাজ বিজ্ঞান বিষয়ে গবেষণার সবচেয়ে বড় প্রতিষ্ঠান। পাঠাগারটিতে এক কোটি ৪২ লাখ প্রাচীন ও দু®প্রাপ্য নথির পাশাপাশি প্রচুর আধুনিক বইপত্রও আছে। ১৯১৮ সালে সোভিয়েত আমলের শুরুতে পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। আগুনে পাঠাগারটির ৩৩০ জন কর্মীর কেউ আহত হননি বলে জানা গেছে।

Comments
Loading...