Connecting You with the Truth

মহাত্মা গান্ধীকে কর্পোরেট স্পনসরড এনজিও বললেন অরুন্ধতী রায়

0220আন্তর্জাতিক ডেস্ক:

বুকার পুরস্কার জয়ী লেখিকা অরুন্ধতী রায় বলেছেন, মহাত্মা গান্ধী ছিলেন ভারতের প্রথম ‘কর্পোরেট স্পনসরড এনজিও।’ শনিবার ভারতের উত্তর প্রদেশের গোরখপুরের গোকুল অতিথি ভবনে চিত্রশিল্পী চিত প্রসাদ, কম্যুউনিস্ট নেতা গোবিন্দ পানসারে ও বাংলাদেশের সমাজকর্মী, লেখক অভিজিৎ রায়ের স্মরণে একটি আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন । অরুন্ধতী রায় বলেন, ‘দলিত, মহিলা ও দরিদ্রদের নিয়ে মহাত্মা গান্ধী যা লিখে গেছেন, তারপর তাকে পুজো করা এ দেশের বৃহত্তম ভণ্ডামি।’ ‘গড অফ স্মল থিংস’এর লেখিকার এই মন্তব্যের পর উপস্থিত দর্শকদের মধ্যে  তীব্র ক্ষোভ দেখা যায়। এক যুবক বলেন ‘জাতির জনক’ কে এইভাবে তিনি ‘কর্পোরেটের দালাল’ বলতে পারেন না। তার উত্তরে অরুন্ধতী বলেন, ‘আমি ওনাকে নিয়ে প্রচুর পড়াশোনা করেছি। ১৯০৯ থেকে ১০৪৬ পর্যন্ত উনি যা যা লিখে গেছেন তার ভিত্তিতেই এই মন্তব্য করেছি।’ অরুন্ধতী জানান, ভারত নরেন্দ্র মোদী নয় আসলে চালাচ্ছেন আম্বানি, টাটার মত বড় বড় শিল্পপতিরা। এই ‘বেনিয়ারাজরা’ বড় বড় মিডিয়া হাউস থেকে ছোট ছোট শিল্প, সব কিছু নিয়ন্ত্রণ করছে, মত অরুন্ধতীর। তার মতে এই কর্পোরেট হাউসগুলো বাক স্বাধীনতার বিরোধী।

Comments
Loading...