মহেশপুরে মাঠ কর্মচারী সমিতির সভা
মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মহেশপুর শাখা সোমবার মহেশপুর মাধ্যমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের মহেশপুর শাখার সুজাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম-সম্পাদক পিযুষ বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানারা আক্তার, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি তৌফিকা খাতুন, অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসিফ।