Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মহেশপুরে ১৪৩ বোতল ফেন্সীডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক,থানায় মামলা।

নকল ফেন্সিডিল

ঝিনাইদহের মহেশপুরে ১৪৩ বোতল ফেন্সীডিলসহ এক মাদকব্যবসায়ী যুবককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে,২৭ অক্টোবর ভোরে মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারে উপজেলার ঘুগড়ী পান্তাপাড়া এলাকা থেকে ফেন্সীডিল পাচার করে নিয়ে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে থানাধীন দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ গাজী এস আই রবিউল,টু আই সি,এ এস আই তারিকুল ইসলাম ভোরে সঙ্গীও ফোর্স সাথে নিয়ে উপজেলার ঘুগরী পান্তাপাড়া এলাকার বিভিন্ন দিক অভিযান চালিয়ে বাগান মাঠ নামক স্থান থেকে শাহাজ্জেল (২৬) নামের এক যুবককে ১৪৩ বোতল ফেন্সিডিলসহ সহ আটক করে।শাহাজ্জেল ঘুগরী পান্তাপাড়া গ্রামের ইকার উদ্দীনের ছেলে।আটককৃত শাহাজ্জেলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য ওসি রাশেদুল আলম যোগদানের পর থেকে একের পর এক মাদক চোরা চালান আটক করায় প্রশাসন সহ জনগনের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.