Connecting You with the Truth

মাওয়ায় সেনাবাহিনীর তত্ত্ব¡াবধানে চলছে পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজ

mawa   gaht    13-09-2014 (7)
মাওয়ায় বিদেশি বন্ধুদের নৌভ্রমণ ও ভাঙন এলাকা পরিদর্শন উপলক্ষে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। গতকাল শনিবার সকাল থেকে মাওয়া নতুন রো রো ফেরি ও লঞ্চঘাট এলাকায় সেনাবাহিনীর তত্ত্ব¡াবধানে শুরু হয় এ কাজ। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার খালিদ হোসেন জানান, আগামী ১৫ই সেপ্টেম্ব ও ৭ দেশের সেনা প্রধান মাওয়ার পদ্মায় নৌভ্রমণে আসছেন। এদিকে, পরিষ্কার-পরিচ্ছন্নতার কারণে মাওয়া রো রো ফেরিঘাট দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ১ ও ২ নম্বর ফেরিঘাট সচল রয়েছে। তবে, মাওয়া প্রান্তে আটকে আছে প্রায় আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক।
বিআইডব্লিউটিএ’র মাওয়া নদী বন্দরের কর্মকর্তা মহিরউদ্দিন জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি সেনাবাহিনীর টিম ঘাটও সচল রাখার দিকে দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছেন। এতে মাওয়ায় ফেরি ও যানবাহন চলাচলে কোন অসুবিধা হচ্ছে না।

Comments
Loading...