মাগুরার শালিখায় মোটরসাইকেল ছিনতাইকারি আটক
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানা থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল সহ ২ ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে মাগুরা জেলার শালিখা থানার সিংড়া গ্রাম থেকে শেখর সরকার (২৭) ও শাপলাট গ্রাম থেকে মহব্বত হোসেন (৩৩) কে মোটরসাইকেলসহ গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন গত ৮ ফেব্রুয়ারি শেখর সরকার লিটনকে মোবাইল ফোনে ডেকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরে নিয়ে যায়। তাকে জোরপূর্বক বিস্কুট ও পানীয় খাওয়ালে সে অজ্ঞান হয়ে যায়। এ সময় তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ ২৮ হাজার টাকা নিয়ে যায়। পরদিন লিটনকে শালিখা থানার মাগুরাÑযশোর হাইওয়ের একটি তেল পাম্পের পাশে এলাকাবাসী পড়ে থাকতে দেখে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এরপর গত ১৪ ফেব্রুয়ারি লিটন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করে। এই ঘটনার স্ত্রূ ধরে কালীগঞ্জ থানার এসআই শুকুমার কুন্ডু ফোর্স নিয়ে গত শনিবার ২০ তারিখে ভোররাতে মাগুরা জেলার শালিখা থেকে মামলার ২ আসামীকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে।
জে-থার্টিন/বিপি