মাঠে নামার সম্ভাবনায় এনামুল
স্পোর্টস ডেস্ক:
সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামার সম্ভাবনা রয়েছে এনামুল হক বিজয়ের। কারণ অসু¯’ হয়ে পড়ায় দেশে ফিরছেন ইমরুল কায়েস। তার জায়গায় খেলতে পারেন ডানহাতি এই ক্রিকেটার। ইমরুল আচমকা চর্মরোগে আক্রান্ত হয়েছেন। তার পুরো শরীর জুড়ে একধরনের ফুসকুড়ির মতো দেখা দিয়েছে। সেন্ট ভিনসেন্টে দুইজন চিকিৎসক দেখানোর পরও অবস্থার কোনো উন্নতি হয়নি। প্রথম টেস্টের শেষদিনেও মাঠে আসেননি ইমরুল। এই অবস্থায় টিম ম্যানেজমেন্ট তাকে দ্রুত দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সকালে সেন্ট ভিনসেন্ট থেকে সেন্ট লুসিয়ায় গেছে বাংলাদেশ। দলের সঙ্গে আছেন ইমরুলও। তবে শনিবার টেস্ট শুরুর আগেই ঢাকায় রওনা হয়ে যাওয়ার কথা ইমরুলের। হাতে সময় কম বলে ইমরুলের বিকল্প হিসেবে নতুন কাউকে দেশ থেকে আনা হচ্ছে না। এনামুল হককে তামিমের সঙ্গে ওপেনিংয়ে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। যদিও প্রাথমিক অবস্থায় কোচের পরিকল্পনা ছিল ইমরুল ও এনামুলকে খেলানোর। তবে ইমরুলের অসুস্থার কারণে কোচের ইচ্ছা আপাতত ভেস্তে গেছে। তাই সুযোগ এসেছে শামসুরের সামনে। দ্বিতীয় টেস্টে এক নাম্বারে ব্যাটিং করার সম্ভাবনা রয়েছে তার। এনামুল ছাড়া দলে আরও দুটি পরিবর্তন আসতে পারে। অভিষিক্ত শুভাগত হোমের বদলি হিসেবে সুযোগ পেতে পারেন ইলিয়াস সানি। অন্যদিকে রুবেল হোসেনের বদলি হিসেব খেলতে পারেন পেসার রবিউল ইসলাম। উল্লেখ্য, শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ হবে সেন্ট লুসিয়ায়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।